মানিকবন্দে সেগুন কাঠ সহ ম্যাজিক আটক, ধৃত ২

বরাক তরঙ্গ, ৪ মার্চ : পাচারের পথে লোয়াইরপোয়া বন বিভাগের হাতে লক্ষা‌ধিক টাকার সেগুন কাঠ বোঝাই ম্যাজিক ট্রাক সহ আটক করা হল দুই পাচারকারীকে। শনিবার ভোরে অভিযান চালিয়ে লোয়াইরপোয়া ফরেস্ট রে‌ঞ্জের আওতাধীন লঙ্গাই ও বালিপিপলা বিটের বনকর্মীদের হাতে ধরা পড়ে লক্ষাধিক টাকা মূল্যের চেরা সেগুন কাঠ। জানা গেছে, শুক্রবার শেষ রাতে একদল কাঠ মাফিয়া যখন মিনি ট্রাকে সেগুন কাঠ গুলো বোঝাই করে পাচারের মতলবে ছিল। তখন তা স্থানীয় জনগণের নজরে পড়ে। কাঠ বোঝাই গাড়িটি লোয়াইরপোয়া কানমুন সড়ক দিয়ে বাজারিছড়া অভিমুখে আসার পথে এতে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি লোয়াইরপোয়া রেঞ্জের বন আধিকারিককে অবগত করেন। এতে বন আধিকারিকের নির্দেশে বালিপিপলা বিটের বন কর্মীরা গাড়িটি পিছু ধাওয়া করতে থাকেন। একই সাথে লঙ্গাই বিটের বন কর্মীদের অবগত করা হলে তারাও দল বল নিয়ে অভিযান নেমে পড়ে।

এতে যৌথভাবে অভিযান চালিয়ে কাঠ বোঝাই গাড়িটিকে লোয়াইরপোয়া কানমুন সড়কের  মানিকবন্দের নীলকান্তপুর এলাকায় আটক করতে সক্ষম হয়। এতে সেগুন কাঠ সমেদ টিআর -০৪ সি-১৫৯১ নম্বরের একটি ম্যাজিক ট্রাকটি আটক করে লঙাই বিটে নিয়ে যায় বন কর্মীরা। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ ফুট চেরা সেগুন কাঠ উদ্ধার করেন। গাড়ির চালক ও সহচালকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে চালক জাহিদুল ইসলাম ও সহচালক নজরুল ইসলাম।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News