অরুণাচলে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা, আহত ২ জওয়ান
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : অরুণাচলের চাংলাং জেলায় ইন্দো-মায়ান্মার সীমান্তে আসাম রাইফেলসের ক্যাম্পে জঙ্গিরা হামলা চালালো। বৃহস্পতিবার ভোরে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার হেডম্যান এলাকায় ইন্দো-মায়ান্মার সীমান্তে অবস্থিত আসাম রাইফেলসের কোম্পানি অপারেটিং বেস (CoB)-এ NSCN-KY(A) সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে।
এনই নিউজ সূত্রে জানা যায়, এই হামলায় দুইজন সৈনিক আহত হন এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
আসাম রাইফেলসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “জঙ্গিদের একটি দল আমাদের একটি কোম্পানি অপারেটিং বেসে গুলি চালায়, যেখানে আমাদের দুইজন সৈনিক সামান্য আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আসাম রাইফেলস তৎক্ষণাৎ পাল্টা গুলি চালায় এবং সার্চ অপারেশন শুরু করে,” বলেন ওই কর্মকর্তা।
গত তিন মাসে অরুণাচল প্রদেশে আসাম রাইফেলসের ক্যাম্পে এটি দ্বিতীয় হামলা। এর আগে আগস্ট মাসে নোগলোতে অবস্থিত আসাম রাইফেলসের CoB-তে হামলা হয়েছিল।
অরুণাচল প্রদেশ মায়ান্মারের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং প্রায়শই জঙ্গিরা এই সীমান্ত এলাকা ব্যবহার করে জঙ্গলে আশ্রয় নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়।

