সোনাবাড়িঘাটে কাঠ বোঝাই ইন্ট্রা ট্রাক সহ আটক ২

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সোনাবাড়িঘাটে কাঠ বোঝাই ইন্ট্রা ট্রাক আটক করলেন বনবিভাগের কর্মীরা। বুধবার রাত তিনটা নাগাদ  শিলচর সদর রেঞ্জের রুটিন তল্লাশিতে আটক করা হয় গাড়িটি। পাশাপাশি চালক ও খালাসিকে আটক করেন বনকর্মীরা।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সদর রেঞ্জার অঞ্জিতা হাপিলা জানান, বাজেয়াপ্ত কাঠের মূল্য ২ লক্ষ টাকার অধিক হবে। রুটিন মাফিক টহল দেওয়ার সময় বনকর্মী মাসুম উদ্দিন লস্কর, পুতুল কলিতা, রাজেশ লুসাই সহ  অসম ফরেস্ট প্রটেকশন  ফোর্স এর কর্মীরা AS 11 FC 0496 নম্বরের ইন্ট্রা গাড়ি থেকে কাঠ গুলো বাজেয়াপ্ত করেন। তিনি জানান, বন বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।

সোনাবাড়িঘাটে কাঠ বোঝাই ইন্ট্রা ট্রাক সহ আটক ২

Author

Spread the News