ত্রিপুরার উদয়পুরে চলন্ত গাড়িতে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ২ অভিযুক্ত
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : ত্রিপুরা রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে আবারও উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। গোমতী জেলার উদয়পুরে এক ১৬ বছরের কিশোরীকে চলন্ত গাড়ির ভেতরেই গণধর্ষণ করার মতো এক নারকীয় অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাধাকিশোরপুর মহিলা থানার অন্তর্গত উদয়পুর রেল স্টেশন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথ (২৪) এবং বোয়ার দেববর্মা (২৪) নামে দুই যুবক ওই কিশোরীকে একটি ওয়াগনার গাড়িতে (নম্বর: TR07-3545) করে উদয়পুর রেল স্টেশনের কাছে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই গাড়ির ভেতরে কিশোরীটিকে দুজনে মিলে ধর্ষণ করে।
ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাধাকিশোরপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে মহারাণীর বাসিন্দা মিঠুন দেবনাথ এবং বোয়ার দেববর্মাকে চিহ্নিত করে এবং শুক্রবার তাঁদের গ্রেপ্তার করে। এই নারকীয় ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটি চলন্ত গাড়ির ভেতরে এমন নৃশংস ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।