সোনাইয়ে বাঁধনের উনিশ মে উদযাপন

বরাক তরঙ্গ, ১৯ মে : বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদ দিবস পালন করলো সোনাইর বাঁধন ডেভলপমেন্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও উইন সিনিয়র সেকেন্ডারি স্কুল।

সোনাইয়ে বাঁধনের উনিশ মে উদযাপন

নীহার রঞ্জন দাসের পৌরোহিত্যে  অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গৌরব চাষা, উদ্বোধনী সংগীত পরিবেশনা করেন  রিয়া শর্মা ও শ্রাবণী শর্মা। তাৎপর্য ব্যাখ্যা করেন মাহাজ আহমেদ লস্কর। কবিতা পাঠ করেন ড. হামিদা খাতুন, রেজা জন্নত বড়ভূইয়া, রাসমিনা বেগম লস্কর, তৌহিদা বেগম লস্কর। বক্তব্য রাখেন আসিফ আক্তার মান্না লস্কর ও মিনারাণী দাস। ধামাইল নৃত্য পরিবেশনা করেন রিয়া, শ্রাবণী, টুসি, আলপনা, দেবশ্রী ও অখিল সূত্রধর।

সোনাইয়ে বাঁধনের উনিশ মে উদযাপন

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর, অধ্যাপিকা ড. হামিদা খাতুন, শিক্ষক অখিল সূত্রধর, শিক্ষক সুদীপ্ত দাস ও নীহাররঞ্জন দাস। প্রত্যেক বক্তাই  উনিশের চেতনাকে বয়ে নিয়ে যেতে আগামী প্রজন্মকে উৎসাহিত করেন। ভাষা শহিদ স্টেশন সহ বাংলা ভাষার প্রতি উপযুক্ত মর্যাদা সহ বাঙালির আত্মসম্মান রক্ষা করতে হবে, প্রশাসনিক তথা সামাজিক স্তরে, বিষয়টি সরকার বাহাদুরকে আজকের সভা যথার্থভাবে জানায়। উনিশের চেতনা বহন করতে হলে জানতে হবে নিজের ইতিহাস, যুব প্রজন্মকে সারাবছর উনিশের চেতনা বহন করে নেবার অনুরোধ জানান সব বক্তাই। গোটা অনুষ্ঠান উপস্থাপনা করেন বাঁধনের সম্পাদিকা সুমিতা দাস।

Author

Spread the News