কাবেরি অপারেশন, দেশে ফিরলেন ১৯৪ জন

৫ মে : গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান ছেড়ে দেশে ফেরার জন্য হাহাকার চলছে। অন্যান্য দেশের মতো বহু ভারতীয়ও রয়েছেন সেখানে। ইতিমধ্যেই ভারত সরকার তাঁদের দেশে ফেরানোর জন্য শুরু করেছে ‘অপারেশন কাবেরী’। এরমধ্যেই বহু মানুষকে দেশে ফেরানো হয়েছে। বৃহস্পতিবার জেদ্দা থেকে দেশে ফিরলেন ১৯৪ জন।

তাঁরা যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে ছিলেন। এদিন আহমেদাবাদে পৌঁছন তাঁরা। পোর্ট সুদান থেকে ইন্ডিয়ান এয়ার ফোর্স সি ১৭ এয়ারক্রাফ্ট বা বায়ুসেনার বিশেষ বিমানে গুজরাটে আসেন তাঁরা। দেশে ফিরে সংবাদসংস্থা ANI কে দেওয়া বিশেষ সাক্ষাত্‍কারে বেশ কয়েকজন ভারত সরকারকে ধন্যবাদও জানান। গৃহযুদ্ধে টালমাটাল উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেশ ছেড়েছেন। দেশের মধ্যে তুলনামূলক শান্তিপূর্ণ জায়গায় গিয়ে বসবাস করছেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। ৩ লক্ষের বেশি মানুষ রয়েছেন এই তালিকায়। সুদান ছাড়ার জন্য উদগ্রীব সে দেশের বাসিন্দারা।

যুদ্ধের মধ্যে প্রায় এক লক্ষ মানুষ সুদান ছেড়েছেন। এছাড়া দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার মানুষ। এখনও অনেকে দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত ৮ লাখ মানুষ সুদান ছাড়তে পারে বলে অনুমান রাষ্ট্রসঙ্ঘের।

ভারতীয়দের দেশে ফেরাতে অপারেশন কাবেরী অনবরত উদ্ধারকাজ চালাচ্ছে। দেশের মানুষকে নিরাপদে ঘরে ফেরাতে সবরকম উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এরইমধ্যে ১৯৪ জনকে নতুন করে দেশে ফেরানো হল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটে জানিয়েছেন, ‘১৯৪ জনকে বিভিন্ন বিমানে নিয়ে দেশে ফেরানো হচ্ছে। গন্তব্য- বেঙ্গালুরু, দিল্লি, হায়দরাবাদ, কোচি, মুম্বই।’

Author

Spread the News