রজত জয়ন্তী বর্ষে বরাক সহ অসমের ১৯ জনকে সংবর্ধনা জানাবে খোঁজ

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের ২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর আয়োজিত হবে। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, রজত জয়ন্তী বর্ষ ও ডাঃ লুৎফর রহমান স্মৃতি পুরস্কারের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে এদিন স্থানীয় এক ভবনে গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরাক সহ অসমের বিভিন্ন প্রান্তের ১৯ জন ব্যক্তিত্বকে ডাঃ লুৎফর রহমান স্মৃতি পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে। এদিন বেলা ১১টায় আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ বিশ্বতোষ চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রজত জয়ন্তী বর্ষে বরাক সহ অসমের ১৯ জনকে সংবর্ধনা জানাবে খোঁজ

সংবর্ধনা প্রাপকদের মধ্যে নগাঁও জেলা থেকে ক্রীড়াবিদ স্বপন দাস, করিমগঞ্জ জেলা থেকে ড. মুস্তফা আহমেদ, লালা থেকে ইঞ্জিনিয়ার বাবুতন সিং, ধুবড়ি থেকে ডাঃ সাহা আলম সেখ ও রাতাবাড়ি থেকে জাহিদা চৌধুরী সহ সাংস্কৃতিক কর্মী, সমাজসেবি, খেলোয়াড়, ডাক্তার, শিক্ষক, নার্স ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯ জনকে সংবর্ধনা জানাবেন সংস্থার কর্মকর্তারা। ২৪ ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে খোঁজের সভাপতি ডাঃ এম মাসুম, সম্পাদক সজল লস্কর, রেজওয়ান খান, কামাল লস্কর ও বাপ্পা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : হিবজুর রহমান, চিলচর।

Author

Spread the News