সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত মালেগড়ে শহিদ শ্রদ্ধাঞ্জলি ১৮ই

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত লাতুর ঐতিহাসিক মালেগড় টিলার শহিদ শ্রদ্ধাঞ্জলি ১৮ ডিসেম্বর। করিমগঞ্জ  জেলা প্রশাসনের উদ্যোগে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নং ব্যাটেলিয়ন এবং বলিষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের সহযোগিতায় হাতে নেওয়া হয়েছে ব্যাপক কার্যসূচী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া, বিএসএফ এর ১৬ নং বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নরেন্দ্রর রুরিয়া, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অনেকে।


অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় স্মৃতি সৌধতে পুষ্পাঞ্জলি অর্পণ, সিপাহী বিদ্রোহের ১৬৪ বছর পূর্তি উপলক্ষে  শহীদ বেদিতে ১৬৪ টি প্রদীপ প্রজ্জ্বলন, বিএসএফের গার্ড অব অনার, সর্বধর্ম প্রার্থনা সভা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভা। রয়েছে বিএসএফের প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করে তুলতে সবাইকে আহ্বান জানায় পাটকাই ট্রেকার্স।
প্রতিবেদক : এস দাস, উত্তর করিমগঞ্জ।

Author

Spread the News