১৮ ও ১৯শে দুদিবসীয় পৌষ উৎসবের আয়োজন চতুরঙ্গের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : দীর্ঘদিনের বিরতির পর এবার দু’দিনব্যাপী পৌষ উৎসবের আয়োজন করছে পাথারকান্দির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ। আগামী ১৮ ও ১৯ জানুয়ারি পাথারকান্দি রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও আমন্ত্রিত নাট্যদলের পরিবেশনায় নাটক প্রদর্শনী মতো মহান কর্মযজ্ঞে সামিল হচ্ছে আয়োজক সংগঠন।
সংস্থার স্থায়ী সভাপতি সুরজিৎ হোমচৌধুরীর পৌরহিত্যে এক সভায় এব্যাপারে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ১৮ জানুয়ারি সকালবেলা সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে দুদিন ব্যাপী পৌষ উৎসবের শুভারম্ভ করবেন পাথারকান্দির সার্কেল অফিসার বলীন বাবা বালারি। পরবর্তীতে সান্ধ্যাকালীন অনুষ্ঠানে আমন্ত্রিত নাট্যদলের পরিবেশনায় থাকবে নাটক প্রদর্শনী ছাড়াও সাংষ্কৃতিক অনুষ্ঠান। পরদিন ১৯ জানুয়ারি সকালবেলায় থাকছে চিত্রাঙ্গন ও নৃত্য প্রতিযোগিতার মত বড় আসর।
পৌষ উৎসবের শেষ তথা অন্তিম দিনের সন্ধ্যায় রাজ্যের মীন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী তথা স্থানীয় বিধার কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে দুদিন ব্যাপী প্রতিযোগিতামূলক সাংষ্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন করবেন। পাশাপাশি থাকবে আমন্ত্রিত নাট্যদলের পরিবেশনায় নাটক প্রদর্শনীও। সভায় সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বাপ্পী রায়কে মুখ্য আহ্বায়ক মনোনীত করে একটি উৎসব কমিটি ও গঠন করা হয়। এতে সঞ্জীব দে, সুরঞ্জন দাস ও যুবনেতা পঙ্কজ শ্যামকে যুগ্ম আহ্বায়ক ও সুরজিৎ সেনকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করে একটি উৎসব পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে থাকছেন সংস্থার সভাপতি সুরজিৎ হোমচৌধুরী, সম্পাদক পীযূষ দেব, পুলক সোম, মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, শুভাশিস চক্রবর্তী।