বেআইনি দরগাহ অপসারণের নোটিশে খণ্ডযুদ্ধ, আহত ডিএসপি, আটক ১৭৪

১৭ জুন : বেআইনি দরগাহ অপসারণের নোটিশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মুসলিম সম্প্রদায়। এই প্রতিবাদ এখন হট্টগোলে পরিণত হয়েছে। ঘটনাটি গুজরাটের জুনাগড়ের। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ অফিসার। এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ ১৭৪ জনকে গ্রেফতার করে।

শুক্রবার রাতে অবৈধ দরগাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ সময় জনতা প্রচণ্ড পাথর ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপরও হামলা চালায়। এরপরই পুলিশের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষ হয়। মাজেওয়াড়ি থানায় হামলা চালায় অসামাজিক ব্যক্তিরা। এতে একজন নিহত এবং ডিএসপি, পিএসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এতে ২ জন নারী পুলিশ সদস্যও রয়েছেন। এই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১৭৪ জনকে গ্রেফতার করেছে।

শুধু তাই নয়, একটি সরকারি গাড়িতেও আগুন দিয়েছে উত্তেজিত জনতা। অসামাজিক ব্যক্তিরাও এসটি বাসে ঢিল ছুড়েছে, এতে বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন। ভিড় ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এই সহিংসতার পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গভীর রাতে পুলিশ অবৈধ দরগা নির্মাণ সরাতে পৌঁছেছিল। এর জের ধরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ হয়, পরে বিষয়টি উত্তপ্ত হয়।

Author

Spread the News