শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাডুর ১৭ জেলে

২৪ ডিসেম্বর : আন্তর্জাতিক জলসীমা পেরোনোর অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী তামিলনাডুর ১৭ জেলেকে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মাছ ধরার দু’টি নৌকা।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই জেলেরা রামেশ্বরম ফিশিং পোর্ট থেকে রওনা হয়েছিলেন। তাঁরা ধনুশকোডি এবং তালাইমান্নারের মাঝে সমুদ্রে মাছ ধরছিলেন। সেই সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের নৌকা ঘিরে ফেলে এবং আটক করা যায়। এদেশের ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তালাইমান্নার নৌ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাডুর ১৭ জেলে

Author

Spread the News