জাতীয় ক্রীড়া দিবসে ১৬ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান খোঁজ এর

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : বরাক উপত্যকার ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৫ ক্রীড়াবিদ ও একজন চিত্রসাংবাদিককে সংবর্ধনা প্রদানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস পালন করল ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংস্থার কর্মকর্তারা।

এ দিন তারাপুর প্রথম পল্লি ক্লাব ভবনে অনুষ্ঠানে ‘আরতিরানি দেব স্মৃতি স্মারক সম্মাননা’ প্রদান করা ১৬জনকে। তাঁরা হলেন পঙ্কজকান্তি পাল, শ্রীকান্ত ভট্টাচার্য, সমরবিজয় ঘোষ, শুভব্রত ঘোষ (বাপী), সমর রায়, ইকবাল হোসেন বড়ভূইয়া, দৌলত গুরুং, মনতোষ সিনহা, সাহার হোসেন মজুমদার, সানু চৌধুরী, সুবিনয় দাস, আহাদ হোসেন, রেবিকা মুণ্ডা, লক্ষ্মী মুণ্ডা, ও. দয়ামতি সিংহ এবং হিমাংশু দে।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত। সম্মানিত অতিথিরা বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার (ইনডোর গেমস) সহ-সভাপতি অনিমেষ সেনগুপ্ত, প্রাক্তন প্রকৌশলী হাজি বাহার উজ্জামান, হকি সংস্থার প্রাক্তন সম্পাদক নির্মাল্য নাথ, সদস্য শৈবাল দত্ত, প্রাক্তন ক্রিকেটার মৃদুল দত্ত, রমনীমোহন হাই স্কুল পরিচালন সমিতির সভাপতি মকসুদ আহমেদ মজুমদার, প্রয়াত আরতিরানি দেবের ছেলে সমাজকর্মী সুজিত দেব সহ বিশিষ্টরা।

জাতীয় ক্রীড়া দিবসে ১৬ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান খোঁজ এর
জাতীয় ক্রীড়া দিবসে ১৬ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান খোঁজ এর

Author

Spread the News