শিলচরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : যথাযোগ্য মর্যাদায় ভারতীয় নবজাগরণ আন্দোলনের আপসহীন ধারার সাহিত্যিক ‘কথাশিল্পী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও , মহিলা সংগঠন এআইএমএসএস এবং কমসোমল। শুক্রবার চার সংগঠনের কাছাড় জেলা কমিটির আয়োজিত মধ্যশহর সাংস্কৃতিক মঞ্চের প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মাধ্যমে শরৎচন্দ্রের সাহিত্য, চিন্তাধারা এবং জীবনাদর্শকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে। এআইডিওয়াইও’ র জেলা সহ-সভানেত্রী শিল্পী কৃষ্ণা দে সঙ্গীত পরিবেশন করেন।
দুলালী গাঙ্গুলির পৌরহিত্যে পরিচালিত অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এআইডিএসও’র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসও’র অসম রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি প্রজ্বল দেব। তিনি বলেন, শরৎচন্দ্র তথকালীন সমাজের মধ্যে প্রচলিত কুসংস্কার, কুপমুণ্ডুকতা, গরিব মানুষের উপর শোষন- নিপীড়ণের কথা তার সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছিলেন। তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন বর্তমান সমাজে প্রচলিত শোষন-নির্যাতন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হলে শরৎ সাহিত্যকে হাতিয়ার হিসেবে নিতে হবে।

সভাপতি গাঙ্গুলি বলেন, সমাজে যেভাবে নারী নির্যাতন, নীতি-নৈতিকতা মূল্যবোধের স্খলন হচ্ছে তা থেকে মুক্তি পেতে হলে শরৎচন্দ্রের চর্চা অত্যন্ত জরুরী। তিনি বলেন, জেলার বিভিন্ন প্রান্তে শরৎচন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী নানা কার্যসূচির মাধ্যমে পালন করা হবে। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোর কিশোরীদের সংগঠন কমসোমলের জেলা আহ্বায়ক অরূপ মালাকার।

