হাইলাকান্দিতে ১৫ জন ভুয়ো কাজি আটক

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : হাইলাকান্দির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৫ জন ভুঁয়ো কাজি আটক করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযানে নামে পুলিশ। মুলত বাল্য বিবাহ বন্ধ করার উদ্দেশ্যে জেলার ভুঁয়ো কাজির তল্লাসে নেমে হাইলাকান্দি পুলিশ প্রশাসন।

এদিন হাইলাকান্দি সদর থানায় এক মামলার সুত্র ধরে  জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৫ জন ভুঁয়ো কাজিকে আটক করে পুলিশ। এদিন লালা পুলিশের হাতে আটক হওয়া ভুঁয়ো কাজিরা হলেন বিলাইপুর থানার অধিনে কাজি ফয়েজ উদ্দিন, লালা থানার অধিনে আটক হওয়া কাজিরা হলেন, আজির উদ্দিন লস্কর, মুফতি আবুল হোসেন, আসাদুল্লা লস্কর, কাওসার আহমেদ, আব্দুল জলিল লস্কর, সরিফ উদ্দিন লস্কর, হাইলাকান্দি থানাধিন হলেন, নুরুল হক লস্কর এবং আব্দুল সালাম বড়ভূইয়া। পাঁচগ্রাম থানার অধিনে আটক কাজি হলেন সাইদুল হক।

বর্তমানে লালা থানার ওসি এমপি দাউলাগুপু ১০ টি কাবিন নামা বই বাজেয়াপ্ত করেছেন। লালা থেকে আটক হওয়া কাজিদের বিরুদ্বে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বর্তমানে আটক হওয়া কাজিরা হাইলাকান্দি সদর থানায় রয়েছেন। আগামীকাল জেলা আদালতে তাদেরকে তোলা হবে বলে জানা গেছে।

Author

Spread the News