রতনপুরে হরিনাম যজ্ঞ ১৪ই

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও তাপাং ব্লকের অধীনে থাকা বর্ষাঙ্গন জিপির অন্তর্গত রতনপুর কলোনিতে সর্বজনীন শ্রীশ্রী ময়নাবাবা কীর্তন কমিটির ব্যবস্থাপনায় ৪৩ তম ষোল প্রহর হরিনাম যজ্ঞ সংকীর্তনের আয়োজন করা হয় আগামী ১৪ জানুয়ারি তথা মঙ্গলবার। সাংবাদিক বৈঠক ডেকে কমিটির সহ-সভাপতি সজলকান্তি দাস আগামী ষোল প্রহর হরিনাম যজ্ঞ সংকীর্তনের অনুষ্ঠান সূচি তুলে ধরে বলেন, আগামী ১৪ জানুয়ারি তথা মঙ্গলবার মকর সংক্রান্তির মহাপবিত্র দিনে শুভ অধিবাস উপলক্ষে বিকাল ৩ টায় মহিলাদের দ্বারা কলস যাত্রা ও ৪ টা থেকে গুনীজনদের সংবর্ধনা সভা এবং ধর্মসভা। পরদিন বুধবার ষোল প্রহর হরিনাম যজ্ঞের সংকীর্তন ও বৃহস্পতিবার উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১৭ জানুয়ারি শুক্রবার দধিভান্ড ভঞ্জন,পূর্ণা ও কীর্তন সমাপন।

তিনি আরও জানান, শ্রীশ্রী ময়না বাবা ছিলেন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, উনার নামেই এই জায়গাটি নাম উজ্জ্বল হয়,এই কীর্তনকে কেন্দ্র প্রতি বছর এই উপত্যকার বিভিন্ন প্রান্তের থেকে সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে আর্শীবাদ ধন্য হন। তিনি সার্বজনীন শ্রীশ্রী ময়নাবাবা কীর্তন কমিটির পক্ষ থেকে সবাইকে সাহায্য -সহায়তা সহ উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি নির্মল দাস, সহ-সভাপতি সুনীল দাস, বীরনারায়ন দাস, সাধারণ সম্পাদক বৈদেন্দ্র দাস, সহ-সম্পাদক প্রানতোষ দাস, ক্ষীতিশ দাস, কোষাধ্যক্ষ রামপ্রসাদ দাস সহ আরো অন্যান্যরা।

রতনপুরে হরিনাম যজ্ঞ ১৪ই

Author

Spread the News