পিকনিকের নৌকাডুবিতে ১৪ পড়ুয়া সহ দুই শিক্ষকের মৃত্যু

১৯ জানুয়ারি : গুজরাটের ভদোদরায় পিকনিকে গিয়ে নৌকা উল্টে মৃত ১৪ পড়ুয়া ও দুই শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে ভদোদরায় হর্নি লেকে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভদোদরার ‘নিউ সানরাইজ’ নামের একটি বেসরকারি স্কুল পড়ুয়াদের নিয়ে যায় পিকনিকে। পুরো পিকনিকের আয়োজন করেছিল স্কুলই। সেই পিকনিকেই বিপত্তি। ঝুঁকিপূর্ণভাবে লেকে নৌকাবিহারের সময় একটি নৌকা ডুবে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৬ জনের। তখনই আশঙ্কা করা হচ্ছিল, হতাহতের সঙ্গে বাড়তে পারে। সেই আশঙ্কায় সত্যি হল। রাতভর চলেছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পড়ুয়া। ২ জন শিক্ষক। এখনও উদ্ধারকাজ চলছে। বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর আসুস্থ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে গুজরাট সরকার। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা কাঠগড়ায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, একটি নৌকায় ২৭ জন চেপেছিল। সেটি ডুবে যায়। কোনও পড়ুয়ার কাছেই লাইফ জ্যাকেট ছিল না। লাইফ জ্যাকেট ছাড়া এত পড়ুয়াকে নিয়ে কেন নৌকায় ওঠা হল, সে প্রশ্ন উঠেছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দু’‌জনকে আটক করা হয়েছে। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News