১৩ আগস্ট উধারবন্দ ব্লক কংগ্রেসের বর্ষপূর্তি অনুষ্ঠান, জোরদার প্রস্তুতি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উধারবন্দ ব্লক কংগ্রেসের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। বুধবার পানগ্রামে ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন সভাপতি পুলক রায়। আগামী ১৩ আগস্ট উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে এ উপলক্ষে বড়সড় সভা আয়োজন করা হবে। এতে কাছাড় জেলা ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাংবাদিক সম্মেলনে উঠে আসে চাঁদা সংগ্রহের প্রসঙ্গ। মূলত বিষয়টি সম্পর্কে পরিষ্কার বার্তা দিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ব্লক কংগ্রেস। সভাপতি পুলক স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ২৬ জুলাই দয়াপুর থেকে দলীয় কাজ সেরে ফেরার পথে উধারবন্দ বন বিভাগের কার্যালয়ের সামনে আসা মাত্রই বন আধিকারিকের সঙ্গে দেখা হয়। তখন দু’জনের মধ্যে স্বাভাবিক কথাবার্তার ফাঁকে কিছু সাহায্যের অনুরোধ করেছি আধিকারিককে। বলেছি ১৩ আগস্ট একটি অনুষ্ঠান আছে, যদি সম্ভব হয় তাহলে একটু সাহায্য করলে ভালো হয়। আধিকারিক বলেন, মুখে বললে হবে না, কিছু একটা লিখে দিলে সুবিধা হতো। তৎক্ষণাৎ গাড়িতে থাকা একটি দলীয় রসিদে কুড়ি হাজার টাকা লিখে ও সঙ্গে একটি চিঠি লিখে তার হাতে ধরিয়ে দেই। তবে কোনও চাঁদা বাবদ অর্থ পাইনি।

সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস সহ সভাপতি আবুল হোসেন বড়ভূইয়া, মহিলা কংগ্রেস সভানেত্রী বিধুরানী সিং, এসসি মোর্চার সভাপতি কানাই রবিদাস, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হক লস্কর, সম্পাদক সাদিক বড়লস্কর, সেবাদল ইয়ং ব্রিগেডের চেয়ারম্যান অলিক দেমতা, যুব কংগ্রেসের বিশেষ দ্বায়িত্বপ্রাপ্ত নেতা বিজয় সাহা প্রমুখ।