মানব পাচার! রেলস্টেশন থেকে ১৩ জন কিশোরী উদ্ধার, আটক তিন

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : মানব পাচারের বিরুদ্ধে বিরাট সাফল্য পেল বিশ্বনাথ জেলার পুলিশ। মানব পাচারের  হাত থেকে ১৩ কিশোরীকে উদ্ধার করেছে বিশ্বনাথের পুলিশ।  রাঙ্গাপাড়া রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় কিশোরীদের।

অভিযানে মূল অভিযুক্ত সুরজ নাহক ও তার স্ত্রী স্বরস্বতী নাহক ও সহযোগী হাবিব আলিসহ তিন পাচারকারীকে আটক করা হয়। জিনজিয়া থানার অন্তর্গত উত্তর জিনজিয়া, জিনজিয়া টি এস্টেট এবং রাতোয়া থেকে ট্রেনে ১৩ জন মেয়েকে পাচার করা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ তথ্য পান পুলিশ সুপার সুভাষী বরুয়া।

অতি তৎপরতা ও কৌশলে অভিযানে নামেন অতিরিক্ত পুলিশ সুপার নবজিৎ দাস রাঘবীরের নেতৃত্বে পুলিশকর্মীরা। রাঙাপাড়া রেলস্টেশনে অভিযান চালিয়ে সাফল্য পায়। কিশোরীদের উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করা হয়। আটক পাচারকারীদের বর্তমানে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া কিশোররা এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।

মূল অভিযুক্ত সুরজ নাহক এবং তার স্ত্রী স্বরস্বতী নাহক চোরাচালান অভিযানের পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। পুলিশ সন্দেহ করছে যে এটি একটি বিশাল চক্র এবং সঠিক তদন্ত রাজ্যে পাচার নেটওয়ার্কের সূত্রে নিয়ে যাবে।

Author

Spread the News