নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ জন মাওবাদীর মৃত্যু, আহত দুই কমান্ডো
১৮ জুলাই : ছত্তীসগঢ়ের পরে এ বার মহারাষ্ট্র। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল কমপক্ষে ১২ জন মাওবাদীর। বুধবার সেনা-মাওবাদীর গুলির লড়াই হয় মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি জেলার জঙ্গলে। মাওবাদী গেরিলাদের পাল্টা গুলিতে গুরুতর জখম হয়েছেন দুই কমান্ডো। তাঁদের নাগপুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহারাষ্ট্র পুলিশের দাবি, নিহতরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সহযোগী পেরিমিলি এবং টিপাগড় দলমের সক্রিয় সদস্য।
জানা গিয়েছে, গোপন সূত্রে নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে গঢ়ছিরৌলি জেলার পাহাড় ঘেরা জঙ্গলে ঘাঁটি গেড়েছে মাওবাদীদের নিষিদ্ধ সংগঠন পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সশস্ত্রবাহিনী। সেই খবর পাওয়ার পরই মাওবাদীদের সেই ঘাঁটিতে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের মাওবাদী দমন বাহিনী সি-৬০ কমান্ডোরা। এদিন দুপুর থেকে প্রায় ছ’ঘণ্টা ধরে সি-৬০ কমান্ডোদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়েছে। কমান্ডোদের গুলিতে নিহত হয়েছেন ১২ মাওবাদী। এদের দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ। যার মধ্যে তিনটি একে-৪৭, দু’টি ইনসাস রাইফেল, একটি ৯ এমএম কার্বাইন, একটি ৭.৬২ এসএলআর-সহ সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে। খবর : উত্তরবঙ্গ সংবাদ।