১২ কংগ্রেস ও সিপিএম কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের
২২ আগস্ট : বড় সাজা শোনাল বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। দুই তৃণমূল কর্মী খুনের অপরাধে ১২ কংগ্রেস ও সিপিএম কর্মীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। এদিন সাজা ঘোষণা করেন রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপকুমার কুণ্ডু।
শুধু কারাদণ্ডই নয়, প্রত্যেক অপরাধীকে ২ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। না দিতে পারলে আরও ৬ মাসের জেল।
ঘটনা ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি বীরভূমের মাড়গ্রামের। মাড়গ্রামে ১ পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা ভুট্ট শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর ছায়াসঙ্গী নিউটন শেখকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোলও হয়। ঘটনার পরের দিনই এলাকারই ২০ জন কংগ্রেস ও সিপিএম কর্মীর নামে মাড়গ্রাম থানায় দায়ের হয় এফআইআর। অভিযোগ করেন নিউটন শেখের দাদা আমিরুল ইসলাম।
পুলিশ প্রথমেই এলাকার দাপুটে কংগ্রেস নেতা সুজাউদ্দিন শেখকে গ্রেফতার করে। পরে ধাপে ধাপে সুজাউদ্দিনের দুই ছেলে লাকি ও বাপি, জহির, ফটিক, শফিক, হীরক, আনারুল, আইনাল, গব্বর, আকবর ও ছুট মালকে গ্রেফতার করা হয়। যদিও বাকিদের সেই সময় আর খোঁজ মেলেনি। অবশেষে খুনের ঘটনার ৮৬ দিনের মাথায় আটজনকে ফেরার দেখিয়ে বাকি ১২ অভিযুক্তর নামে চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। অভিযুক্তরা হাইকোর্টেও গিয়েছিল। একাধিকবার জামিনের আবেদন করলে খারিজ হয়ে যায়। এদিন ১২ জনকেই দোষী সাব্যস্ত করেন বিচারক।
খবর : tv9 Bangla.