তৃতীয়-চতুর্থ শ্রেণি পদে নিযুক্তি পরীক্ষায় ১১ লক্ষ প্রার্থীর আবেদন

পরীক্ষা হবে চ্যালেঞ্জের : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : তৃতীয়-চতুর্থ শ্রেণি পদে নিযুক্তি পরীক্ষার পাঠক্রম ঘোষণা করা হল সোমবার। ঘোষণা অনুযায়ী তৃতীয় শ্রেণির স্নাতক পর্যায়ের পদে প্রার্থীদের ছয়টি বিষয়ে ১৭৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। যার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের। তৃতীয় শ্রেণির উচ্চমাধ্যমিক পর্যায়ের পদে পাঁচটি বিষয়ে ১৫০ নম্বর এবং মাধ্যমিক পর্যায়ের পদে ছয়টি বিষয়ে ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। তাঁদের হাতেও থাকবে তিন ঘণ্টা সময়। চতুর্থ শ্রেণি পদে প্রার্থীদের আবার ১৩৫ নম্বরের পরীক্ষা দিতে হবে। যার জন্য তাঁরা আড়াই ঘণ্টা সময় পাবেন।

এদিকে, মুখ্যমন্ত্রী জানান এবারের তৃতীয়-চতুর্থ শ্রেণি পদে পরীক্ষা হবে চ্যালেঞ্জের। কেননা, তৃতীয় শ্রেণির পদে পরীক্ষার জন্য ১১ লক্ষ প্রার্থী আবেদন করেছেন। উত্তরপ্রদেশের পর অসমই দ্বিতীয় রাজ্য যেখানে ১১ লক্ষ প্রার্থীর জন্য পরীক্ষা আয়োজন করা হবে। এর আগে রাজ্যে কখনও ১১ লক্ষ প্রার্থীর জন্য পরীক্ষা হয়নি। মাধ্যমিকে খুব বেশি হলে ৫ লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। ফলে স্বাভাবিকভাবে ১১ লক্ষ প্রার্থীর জন্য সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা চ্যালেঞ্জের বিষয়। তিনি জানান, এবারে পরীক্ষায় প্রার্থীরা ভুল উত্তর দিলে, একেকটি প্রশ্নের ক্ষেত্রে নম্বর কাটা হবে। অর্থাৎ নিগেটিভ মার্ক ব্যবস্থা থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, কোনও ধরনের মাশুল না নেওয়ার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে নিযুক্তি প্রক্রিয়ার জন্যই প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবার।

উল্লেখ্য, তৃতীয় শ্রেণির পদের পরীক্ষায় প্রার্থীরা ভুল উত্তর দিলে এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ০.২৫ নম্বর এবং দুই নম্বরের প্রশ্নে ০.৫০ নম্বর কাটা যাবে। চতুর্থ শ্রেণির পদে পরীক্ষায় প্রার্থীরা ভুল উত্তর দিলে একেকটি প্রশ্নের ক্ষেত্রে কাটা যাবে ০.২৫ নম্বর।

Author

Spread the News