শ্রীভূমিতে ১০০ দিনের টিবি ক্যাম্পেইন শুরু

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : শ্রীভূমির করিমগঞ্জ সিভিল হাসপাতালে শনিবার ১০০ দিনের টিবি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। জেলাকে যক্ষ্মামুক্ত করতে এই প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। শ্রীভূমির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং ক্যাম্পেইনটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রংবামন টেরন, অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডাঃ মতিন্দ্র সূত্রধর, জেলা টিবি আধিকারিক ডাঃ বিমল সরকার, করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ লিপি দেব, ডিএমই সুমন চৌধুরী, জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর এল প্রকাশ সিংহ এবং ডিপিএম (এনএইচএম) হানিফ মো কে আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ সুমনা নাইডিং বলেন, এই ক্যাম্পেইন টিবি রোগীদের দ্রুত শনাক্ত করতে এবং তাদের চিকিৎসার আওতায় আনতে সাহায্য করবে। এতে তিনি বলেন সবাই মিলে শ্রীভূমিকে যক্ষ্মামুক্ত করা সম্ভব। সহকারী কমিশনার রংবামন টেরন বলেন, টিবি একটি নিরাময়যোগ্য রোগ। কিন্তু অনেকেই ভয় ও সামাজিক কলঙ্কের কারণে চিকিৎসা নিতে চান না। এই ক্যাম্পেইন মানুষকে সচেতন করবে এবং চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করবে। অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. মতিন্দ্র সূত্রধর বলেন, টিবি নির্মূল করার জন্য প্রতিটি স্তরে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এই ক্যাম্পেইনটি শুধু রোগ নিরাময়ের নয়, স্বাস্থ্যকর্মী ও জনগণের মধ্যে সচেতনতা এবং দায়িত্ববোধ তৈরি করারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, তাদের নিরলস প্রচেষ্টা ও মানুষের প্রতি দায়িত্ববোধ এই ক্যাম্পেইনের সাফল্যের চাবিকাঠি হবে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. লিপি দেব বলেন, এই ক্যাম্পেইনটি হাসপাতালের সাথে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। 

শ্রীভূমিতে ১০০ দিনের টিবি ক্যাম্পেইন শুরু

তিনি বলেন, আমাদের উচিত প্রতিটি রোগীকে সঠিক সময়ে চিকিৎসা প্রদান করা এবং তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। তিনি এই উদ্যোগ শ্রীভূমি জেলাকে যক্ষ্মামুক্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেন। এতে ডা. বিমল সরকার জানান, ক্যাম্পেইনটির মূল লক্ষ্য হল সক্রিয় রোগী সন্ধান, দ্রুত চিকিৎসা শুরু এবং জনসচেতনতা বৃদ্ধি। তিনি বলেন, এই ক্যাম্পেইন আমাদের ২০২৫ সালের মধ্যে যক্ষ্মামুক্ত ভারতের লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। এছাড়াও, মোবাইল মেডিক্যাল ইউনিটস বিভিন্ন গ্রামে যাত্রা করবে, সেখানকার জনগণের মধ্যে সচেতনতা তৈরি করবে এবং যক্ষ্মা স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবে। এতে মানুষের মধ্যে টিবি সম্পর্কে তথ্য ছড়ানো এবং রোগীদের দ্রুত শনাক্ত করা যাবে।

শ্রীভূমিতে ১০০ দিনের টিবি ক্যাম্পেইন শুরু

অনুষ্ঠানে বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড, মাকুন্দা খ্রিস্টান লেপ্রসি ও জেনারেল হাসপাতাল এবং ডা. জিয়াউল করিম ভূঁইয়া, এমওটিসি-কে নিক্শয় মিত্র হিসেবে সম্মানিত করা হয়, যক্ষ্মা রোগীদের সহায়তা এবং যক্ষ্মা নির্মূলে তাদের অবদানের জন্য। ১০০ দিনের এই ক্যাম্পেইনটির অধীনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সম্প্রদায়ে পৌঁছে যক্ষ্মা রোগীদের শনাক্ত করবে, বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে এবং রোগ প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করবে। অনুষ্ঠানের শেষ অংশে, শ্রীভূমিকে যক্ষ্মামুক্ত করার অঙ্গীকার নেওয়া হয়।

Author

Spread the News