গাজায় যুদ্ধের ১০০ দিন, ইজরায়েলকে কেউ থামাতে পারবে না বলে হুঙ্কার
১৫ জানুয়ারি : ইজরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমা হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসকে চিরতরে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান বন্ধ না করার যে প্রতিজ্ঞা ইজরায়েল করেছে, তারা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। শনিবার যুদ্ধের শততম দিনেও এ যুদ্ধ অবসানের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।
শুধু বাড়ছে হতাহত ফিলিস্তিনির সংখ্যা। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যু যেনো এখন বিশ্বের কাছে শুধু একটি সংখ্যায় পরিণত হয়েছে। যে সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দিনের পর দিন অনাহারে থাকা গৃহহীন ফিলিস্তিনিরা প্রাণ বাঁচাতে গাজার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে। কিন্তু গাজার এক ইঞ্চি মাটিও এখন আর নিরাপদ নয়। গাজায় এরই মধ্যে ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের একটি বড় অংশ নারী ও শিশু। ছোট্ট এই ভূখণ্ডটির ২৩ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বলে জানিয়েছে জাতিসংঘ।
গাজায় ইজরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু গাজায় নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইজরায়েলকে কেউ থামাতে পারবে না বলে হুঙ্কার ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।