গরবা খেলায় হার্ট অ্যাটাকে চব্বিশ ঘন্টায় মৃত ১০
২২ অক্টোবর : গুজরাটে হার্ট অ্যাটাকের ঘটনা দিন দিন বাড়ছে। গুজরাটে গরবা অনুষ্ঠানের সময় হার্ট অ্যাটাকের ঘটনা দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টায়, গুজরাটে নবরাত্রি উদযাপনের সময় গরবা করতে গিয়ে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে।
হার্ট অ্যাটাকের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে কিশোর থেকে শুরু করে মধ্যবয়সীরাও ছিলেন, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজন ১৩ বছর বয়সী ছেলে, যিনি ডাভোই (বরোদা)-এর বাসিন্দা ছিলেন।
শনিবার গরবা খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় আরও এক ১৭ বছর বয়সী ছেলে। সর্বশেষ ঘটনাটি খেদার কাপদভঞ্জের। কাপদভঞ্জের গড়বা মাঠে বীর শাহের নাক থেকে রক্তক্ষরণের পর তাকে দ্রুত চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। বলা হচ্ছে যে, ১৭ বছর বয়সী বীর নবরাত্রির ষষ্ঠ দিনে গরবায় অংশ নিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন স্থানে হার্ট অ্যাটাকে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নবরাত্রির সময় গরবা খেলতে গিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। খবর : প্রেসকার্ড নিউজ।