আশ্রম রোডে দুই ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা দুষ্কৃতকারী দলের, আহত ১
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : শিলচর আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতর ভাবে আহত হলেন এক যুবক। জানা যায়, রবিবার রাত অনুমানিক ১টার সময় সন্তোষ দাস ও তার বড় ভাই ও ভাতিজিকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে কিছু দুষ্কৃতিকারীরা দলবদ্ধ ভাবে হামলা করে তাঁদের ওপর।
হামলায় সন্তোষ দাস ও তার বড় ভাই গুরুতর অভাবে আহত হন এবং দুষ্কৃতীরা সঙ্গে থাকা তাদের ভাতিজি গলাতে থাকা সোনার চেন নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সন্তোষ দাসের বড় ভাই ফোন করে পরিবারের কাছে বিষয়টি অবগত করালে পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্কটজনক অবস্থায় সন্তোষ দাসকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যান এবং শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ দিকে, সন্তোষ দাসের পরিবার প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান অতিসত্বর দুষ্কৃতিকারীদের আটক করে কড়া শাস্তি প্রদানের জন্য।