২১ জন গুণী ব্যক্তিকে লুৎফর রহমান স্মৃতি সম্মাননা দিচ্ছে খোঁজ

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : খোঁজ আয়োজিত সপ্তম প্রাক্তন মন্ত্রী ডাক্তার লুৎফর রহমান স্মৃতি সম্মাননা গুণীজন প্রদান অনুষ্ঠান হবে রবিবার শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে। এবারে এ অঞ্চলের মোট ২১ জন কৃতী ব্যক্তিত্বকে দেওয়া হচ্ছে সম্মাননা।
সকাল সাড়ে এগারোটায় শুরু হতে যাওয়া ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন বিধায়ক ডাঃ রুমি নাথ শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সরলা বিরলা জ্ঞানজ্যোতি স্কুলের অধ্যক্ষ রামমোহন পাল, ডিএসএ-র সহ-সভাপতি ডাক্তার সিদ্ধার্থ ভট্টাচার্য, রামানুজ গুপ্ত কলেজের ডিরেক্টর রুদ্র নারায়ণ গুপ্ত রেডিয়ান্ট হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ কমরুল ইসলাম মজুমদার প্রমুখ।
    

২১ জন গুণী ব্যক্তিকে লুৎফর রহমান স্মৃতি সম্মাননা দিচ্ছে খোঁজ

বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কর্মযজ্ঞের রূপরেখা তুলে ধরেন আয়োজক সভাপতি ডাক্তার এম মাসুম। বলেন, গুণী ব্যক্তিদের কৃতিত্বকে সামান্য সম্মান জানাতে পেরে নিজেদের গর্বিত মনে করে খোঁজ। কোভিড বিধির কারণে এই অনুষ্ঠান খানিকটা পিছিয়ে দেওয়া হয়। সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, এবারের সম্মাননা প্রাপকদের মধ্যে ডাক্তার, গায়ক, সমাজকর্মী ছাড়াও খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলিম রেজা, কামাল লস্কর প্রমুখ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *