২১শে জুলাই পদযাত্রা শিলচরে

বরাক তরঙ্গ, ২০ জুলাই : আগামীকাল ২১ শে জুলাই মাতৃভাষা আন্দোলনের অমর শহিদদের স্মরণে ও ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে ভাষা আইন সুরক্ষা সমিতির আহ্বানে শিলচরের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার সূচনা হবে শিলচরের রাঙ্গিরখাড়িস্থিত ভাষা শহিদ বেদীর পাদদেশ থেকে বিকেল ৫ টায় এবং সমাপ্তি ঘটবে শিলংপট্টির শহিদ কমলা ভট্টাচার্যের মূর্তির পাদদেশে।

এই পদযাত্রায় সামিল হতে সবাইকে আহবান জানিয়েছেন ভাষা আইন সুরক্ষা সমিতির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, সহ-সভাপতি সাধন পুরকায়স্থ, কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল ভট্টাচার্য, শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তমাল বনিক, শ্রমিক নেতা নির্মল কুমার দাস, হিউম্যানিটি ফাউন্ডেশন এর সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, কোরাস সাংস্কৃতিক সংস্থার বিশ্বজিত দাস, নীলু দাস, মার্চ ফর সায়েন্স এর কৃষাণু ভট্টাচার্য, রাহুল রায়, ফোরাম ফর সোশ্যাল হারমনি’র ফারুক লস্কর, অরিন্দম দেব, প্রদীপ নাথ, শহিদুল হক, শ্রমিক নেতা মানস দাস, সমাজকর্মী কমল চক্রবর্তী, ইয়াসি’র সভাপতি সঞ্জীব রায়, বিডিএফ এর জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দে, এআইডিএসও’র প্রশান্ত ভট্টাচার্য, গৌর চন্দ্র দাস, এআইডিওয়াইও’র জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ, প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, পরিতোষ চন্দ্র দত্ত, লেখিকা আদিমা মজুমদার, সুকল্পা দত্ত, বিজ্ঞান কর্মী বিবেক আচার্য, হানিফ আহমেদ বড়ভূইয়া, বরাক হিউম্যান রাইটস প্রটেকশন কমিটির নেহারুল আহমেদ মজুমদার, কবি তমোজিৎ সাহা, পদার্থ বিজ্ঞানের শিক্ষক সৌম্যদীপ রায় চৌধুরী, পূজা গুপ্ত, গবেষক মধুমিতা দেব, সমাজকর্মী অসিত রায়, আইনজীবী আব্দুল হাই লস্কর, সমাজকর্মী ডা. এম শান্তি কুমার সিংহ, সাদিক আহমেদ বড়ভূইয়া, তপোজ্যতি ভট্টাচার্য ও সাংস্কৃতিক কর্মী নয়না চৌধুরী।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *