হাইলাকান্দি জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ফাতিমা ইয়াসমিন

বরাক তরঙ্গ, ৭ জুন : হাইস্কুল সংক্রান্ত চুড়ান্ত পরীক্ষার আজকের ঘোষিত ফলাফলে হাইলাকান্দি জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে আলগাপুর রাইজিং অ্যকাডেমি স্কুলের মেধাবী ছাত্রী ফাতিমা ইয়াসমিন বড়ভূইয়া। তার এই অতুলনীয় সফলতার জন্য তার স্কুলের অধ্যক্ষ শিক্ষক-শিক্ষয়ত্রী সহ জেলার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে একগুচ্ছ অভিনন্দন জানানো হয়েছে। এখানে উল্লেখ্য যে আলগাপুরের প্রত্যন্ত অঞ্চল পদ্মারপার গ্ৰামের বাসিন্দা তথা কালিনগর জানকিচরন হায়ার সেকেন্ডারি স্কুলের টিজিটি শিক্ষক ফরিজ উদ্দিন বড়ভুইয়া এবং নার্গিস সুলতানা বড়ভূইয়ার কন্যা হলেন এই ফাতিমা ইয়াসমিন বড়ভূইয়া। তিনি জানান, ভবিষ্যৎতে অধ্যাপিকা হতে চান। অধ্যাপিকা হয়ে তিনি শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করতে চান।

হাইলাকান্দি জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ফাতিমা ইয়াসমিন

ফাতিমা ইয়াসমিন বড়ভূইয়া মোট ৬০০ নম্বরের মধ্যে ‌৫৭৩ নম্বর পেয়েছে। এর মধ্যে প্রতিটি বিষয়ের মধ্যে লেটার মার্কস সহ ডিস্ট্রিক্টসন মার্কস পায়। ইংরেজিতে ৯৪, মাতৃভাষা বাংলায় ৯১, সাধারণ গণিতে সর্বোচ্চ নম্বর ১০০, সাধারণ বিজ্ঞানে ৯৬, ফার্সিয়ানে ৯৬ এবং সমাজ বিজ্ঞানে ৯৬ নম্বর পেয়েছে। উল্লেখ্য, তার এই সফলতার জন্য এরিট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ‌শিক্ষক সামসুজ্জামান বড়ভুইয়া তাকে একটি উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। রাইজিং অ্যাকাডেমি স্কুলের অধ্যক্ষ চিন্ময় পাল, সহকারী শিক্ষক আশিষ নাথ মজুমদার, আলগাপুর বন্দনগর হাইস্কুলের কম্পিউটার শিক্ষক শাহা জাবিন লস্কর প্রমুখ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রতিবেদক : সিপ্রীয়ান ডায়াস, হাইলাকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *