হাইলাকান্দিতে স্বাধীনতা সংগ্রামীর ১৩ জন উত্তরাধিকারীকে সরকারি পরিচয়পত্র

বরাক তরঙ্গ, ৬ জুন : হাইলাকান্দি জেলার প্রয়াত ৫ জন স্বাধীনতা সংগ্রামীর ১৩ জন উত্তরাধিকারীকে সরকারি পরিচয়পত্র দেওয়া হয়েছে। সোমবার জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফটো যুক্ত পরিচয় পত্র তুলে দেওয়া হয়। ডিডিসি রণজিতকুমার লস্করের পৌরোহিত্যে ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েশন হাইলাকান্দির সভাপতি সজল ভট্টাচার্য এবং বিষ্ণুপদ বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সজল ভট্টাচার্য তাঁর বক্তব্যে সরকারের এধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এরফলে স্বাধীনতা সংগ্রামীদের উত্তরাধিকারীরা বিভিন্নভাবে উপকৃত হবে বলে জানান। তিনি জানান সরকার হাইলাকান্দি শহরে তাদের সংস্থাকে এক খণ্ড জমি বরাদ্দ করেছে এবং এতে আগামীতে কার্যালয় তৈরি সহ একটি মিউজিয়ামও থাকবে যেখানে থাকবে তাম্রপত্রসহ বিভিন্ন নিদর্শন। এতে বিশিষ্ট সাংবাদিক এবং উত্তরাধিকারী ডঃ শতানন্দ ভট্টাচার্য আজাদি কা অমৃত মহোৎসবের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জেলা প্রশাসন স্বাধীনতা সংগ্রামীদের উত্তরাধিকারীদের স্বীকৃতি প্রদান এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্যে যে উদ্যোগ নিয়েছে তাতে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের পরিবার উপকৃত হবে । কিছু পরিবার অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা মেডিক্যাল ট্রিটমেন্ট সহ অনেক সরকারি প্রকল্পে সুবিধে পাবেন। এছাড়া মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য উচ্চ শিক্ষায় এদের জন্যে থাকবে সংরক্ষণ।
ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন হাইলাকান্দির সার্কল অফিসার ডেভিড কুমার বরা।
উল্লেখ্য এনিয়ে জেলায় ৭১ জনকে স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকারী ফটো যুক্ত পরিচয়পত্র সরকার থেকে তুলে দেওয়া হল।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *