হাইলাকান্দিতে শ্রীশ্রীলালসার (বনদুর্গা) পূজা সম্পন্ন

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : হাইলাকান্দি জেলার সদর শহরের ১৪ নং ওয়ার্ডে অবস্থিত রায়বাহাদুর হরিচরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত একশত সত্তর বছরের পুরনো লৌকিক দেবী শ্রীশ্রীলালসার (বনদুর্গা) এ বছরের বার্ষিক পূজা উৎসব সম্পন্ন হলো শনিবার। এদিন ভোর থেকে শুরু হয় তান্ত্রিক বিধিমতে পূজানুষ্ঠান ও শ্রীনাম হরি সংকীর্তন। আয়োজক সদস‍্যরা অক্লান্ত পরিশ্রমে মায়ের পূজার সমস্ত ব‍্যবস্থা করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরদূরান্ত থেকে ভক্তের সমাগম শুরু হয়। এর সঙ্গে  এক ছোট মেলাও বসে। ভক্তদের মধ‍্যে মহাপ্রসাদ বিতরণের জন‍্য বিশাল আয়োজন করেন কর্মকর্তারা।

হাইলাকান্দিতে শ্রীশ্রীলালসার (বনদুর্গা) পূজা সম্পন্ন

উল্লেখ‍্য, মহিলা ভক্তের সংখ‍্যাই ছিল অধিক। করোনা পরিস্থিতে বাধা নিষেধ আরোপিত থাকায় দর্শনার্থীর সংখ‍্যা অন‍্যান‍্যবারের তূলনায় কিছুটা কম হলেও উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ‍্য করার মতো। দুপুরের দিকে অগণিত ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। সন্ধ‍্যার কিছু পর নাম সংকীর্তন সমাপ্তির মাধ‍্যমে এবছরের বার্ষিক উৎসব শেষ হয়। উৎসব কমিটির কর্মকর্তরা এভাবে ভক্ত সমাগমে আনন্দিত ও উৎসাহিত হয়ে সকলকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এভাবে সাহায‍্য ও সহযোগিতার কামনা করেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *