হাইলাকান্দিতে এনডিআরএফের  বিপর্যয় মোকাবিলার মহড়া

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : হাইলাকান্দি জেলার কালিনগর ও মনাছড়ায় এনডিআরএফ বাহিনী বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত দু’টি মক ড্রিল পরিচালনা করে। এনডিআরএফ-এর ফা্র্স্ট ব্যাটেলিয়ন ও  হাইলাকান্দি জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ফেমেক্স নামক কর্মসূচীর অধীনে কালিনগর হাসপাতালে আয়োজিত মক ড্রিলে হাসপাতালটির সেফটি অডিট পরীক্ষা করে দেখা হয়।

মনাছড়ার জহর নবোদয় বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে বিভিন্ন উপদেশ তুলে ধরা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্যোগ দেখা দিলে তা থেকে উদ্ধার ও ত্রাণ সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়। এতে বিদ্যালয়টির এনসিসি ক্যাডেটরাও অংশ নেন।

Spread the News
error: Content is protected !!