হজ যাত্রীদের সংবর্ধনা, প্রশিক্ষণ ও দোয়া মহফিল আছিমগঞ্জে

বরাক তরঙ্গ, ২৮ মে : আছিমগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার এবছরের হজ যাত্রীদের সংবর্ধনা, প্রশিক্ষণ ও দোয়া মহফিলের আয়োজন করা হয় আছিমিয়া এমই মাদ্রাসা প্রাঙ্গণে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি হাজি সামসুল হক। কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডেউবাড়ি হানিফিয়া ক্বারিয়ানা মাদ্রাসার প্রধান কারী নজরুল ইসলাম। উপস্থিত ৩০জন  হজযাত্রীদের উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

হজ যাত্রীদের সংবর্ধনা, প্রশিক্ষণ ও দোয়া মহফিল আছিমগঞ্জে

অনুষ্ঠানে হজ যাত্রীদের ভিডিও চিত্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রধান করেন শিক্ষক আতাউল করিম। হজ যাত্রীদের উদ্যশ্যে হজের নিয়ম নীতির উপর সারগর্ভ বক্তব্য রাখেন কাজিরবাজার সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধীক্ষক মওলানা সামসুল হুসেন, নাইবে আমিরে শরিয়ত মওলানা বদরুল হক, আছিমিয়া টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব। আছিমিয়া টাইটেল মাদ্রাসার প্রাক্তন মোহদ্দিছ মওলানা সৈয়দ জমিলুর রহমান। বিশ্বশান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্ত হয়। অনুষ্ঠান প্রায় দেড় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *