স্ত্রী খুন : যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

বরাক তরঙ্গ, ১৮ জুন : আট বছরের মাথায় সুবিচার পেলেন খুন হওয়া নাজিরা বেগমের পরিবার। খুনের ঘটনা প্রমাণিত হওয়ায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হল করিমগঞ্জে। ২০১৪ সালের ওই মামলার রায়দান হয় বৃহস্পতিবার। আদালতের নির্দেশে খুশি বাদিপক্ষ। জানা গেছে, রাতাবাড়ি থানাধীন জালালাবাদ এলাকার গৃহবধু নাজিরা বেগম ২০১৪ সালে খুন হন। এরপর নাজিরার বাবা আমির উদ্দিন জামাতা সোনাম উদ্দিন এবং ভাসুর সুপিয়ান উদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার যথাযথ তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। সেই মামলার প্রায় সাত বছর পর শুক্রবার রায় দান করা হয়।

করিমগঞ্জের জেলা ও দায়রা জজের আদালতে উভয় পক্ষের শুনানির পর এই মামলা থেকে বেকসুর খালাস পান নাজিরার ভাসুর সুফিয়ান উদ্দিন। তবে তার স্বামী সোনাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এই মামলায়  আটজনের স্বাক্ষী গ্রহণ করে আদালত। অভিযুক্ত সোনাম উদ্দিনকে ভারতীয় দণ্ড বিধির ৩০২ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ সুচন্দ্রা ভট্টাচার্য। সেই সঙ্গে ত্রিশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারা দণ্ডের নির্দেশ দেওয়া হয়। এই মামলার বাদি পক্ষে (উকিল) পাবলিক প্রসিকিউটর ছিলেন মুকুন্দলাল কৈরি। আর বিবাদি পক্ষে উকিল ছিলেন আজাদ ইকবাল।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *