সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল আর নেই

৩১ আগস্ট : চলে গেলেন সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার শেষ রাতে মস্কোর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে,”দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করার পর অবশেষে আজ রাতে মৃত্যু হয় মিখাইল গর্বাচেভের।”

এক সময় তাঁকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের মধ্যে গণ্য করা হতো। স্নায়ুযুদ্ধের অবসান ঘটালেও তিনি সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন। মিখাইল গর্বাচেভ ছিলেন ইউনাইটেড ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস (ইউএসএসআর)-এর শেষ নেতা। ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি।”

গর্বাচেভের মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গর্বাচেভের পরিবারকে সমবেদনা জানিয়ে একটি টেলিগ্রামও পাঠান রাষ্ট্রপতি পুতিন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *