সোনাই ও বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ড কার্যালয়ে অস্থায়ী কর্মীদের অবস্থান ধর্মঘট

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : সারা রাজ্যে সাতদিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের অঙ্গ হিসেবে শুক্রবার খণ্ড কার্যালয় প্রাঙ্গণে ধর্মঘট পালন করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা। উল্লেখ্য সারা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য গত ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সাতদিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দিয়ে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছেন। একই ভাবে চলছে ১ ফেব্রুয়ারি থেকে কাছাড় জেলার সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত বিভিন্ন জিপিতে কর্মরত ৩১ জন পিএনআরডি-র  অস্থায়ী কর্মী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন। সাতদিনব্যাপী এই আন্দোলনের চতুর্থ দিন শুক্রবার সোনাই  উন্নয়ন খণ্ড কার্যালয় প্রাঙ্গণে পিএনআরডি-র অস্থায়ী কর্মী অর্থাৎ  জিআরএস, এই, জিপিসি ও কম্পিউটার সহায়করা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে অসস্থান ধর্মঘটে সামিল হন।

সোনাই ও বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ড কার্যালয়ে অস্থায়ী কর্মীদের অবস্থান ধর্মঘট
বড়জালেঙ্গা ব্লকে অবস্থান ধর্মঘট ঠিকাভিত্তিক কর্মীদের।

পরে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন সোনাই উন্নয়ন খণ্ড ঠিকাভিত্তিক কর্মচারী সংস্থার পক্ষে জিআরএস মনিমোহন সিংহ, রুস্তানা বেগম, জিপিসি সঞ্জয় চৌহান।
এ দিন অনুরূপ ভাবে বড়জালেঙ্গা ব্লকেও অবস্থান ধর্মঘট পালন করেন ঠিকা ভিত্তিক কর্মীরা।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *