সোনাইয়ে লাচিত বর ফুকনের জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : বীর লাচিত বর ফুকনের ৪০০ বছর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বুধবার সকালে জাকালো অনুষ্ঠান হয় সোনাইয়ে। সোনাই পুরসভা ও সোনাই সার্কল কার্যালয়ের যৌথ উদ্যোগে সোনাই পুলিশ ও এনসিসি কেডাররা সার্কল অফিসারকে অভিবাদন  জানান। এলাকার  প্রতিটি স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে ট্যাবলো সহ বিশাল শোভাযাত্রা সোনাই শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেন। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন সার্কল অফিসার ডাঃ দীপঙ্কর নাথ, ওসি  মানব হেণ্ডিক, পুরসভার ভাইসচেয়ারম্যান সাহারুল আলম, সিপিও ইব্রাহিম লস্কর, ওয়ার্ড কমিশনার নিবুল ইসলাম লস্কর, রামকৃষ্ণ  নাথ, চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার বিভাশিস রায়, আজাদ হোসেন লস্কর সোনাই এনজি এইচএস স্কুলের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর প্রমুখ।

সোনাইয়ে লাচিত বর ফুকনের জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা

শোভাযাত্রাটি পরিক্রমা শেষে মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে গিয়ে শেষ। সেখানে অটল  বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান করেন সার্কল অফিসার। তিনি বক্তব্যে অসম বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্য সমগ্র রাজ্যের সঙ্গে সোনাইয়ে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালিত হচ্ছে। পুরসভার সহসভাপতি সাহারুল আলম বীর লাচিতের জীবনের দিক তুলে ধরে বলেন, বীর লাচিত একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। মামা নয়, দেশ প্রেম তার কাছে বড় ছিল। এধরনের শোভাযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমকে জাগিয়ে তোলার বার্তা জনগনের কাছে পৌছে দিতে চাইছেন। তিনি সোনাইর সবস্থরের জনগণকে দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, এর আগে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, প্রতিষ্ঠান, স্কুল কলেজে বৃক্ষ রোপন করেছে। বৃহস্পতিবার ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরনীর মাধ্যমে জন্মজয়ন্তী পর্বের সমাপ্তি ঘটবে।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *