সোনাইয়ে ফার্মাসি সিল প্রশাসনের, বাজেয়াপ্ত রৌশন আলির প্রেসক্রিপশন

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : বিভাগীয় লাইসেন্স না থাকায় সোনাই শহরের একটি ওষুধের দোকান সিল করল প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় সোনাই সার্কল অফিসার ড. দীপঙ্কর নাথ ও ড্রাগস ইন্সপেক্টর বনরাই রংমাই মতিনগর রোডের রাঙ্গিরঘাটের ওই প্রতিষ্ঠানে হানা দেন। প্রতিষ্ঠানের মালিকপক্ষ প্রয়োজনীয় কোনও নথিই দেখাতে পারেননি সার্কল অফিসার সহ ড্রাগস ইন্সপেক্টরকে। তাই দোকানটিকে অবৈধ ঘোষণা দিয়ে এদিন রাত ৮ টা নাগাদ সিল করে দেন সার্কল অফিসার।

সোনাইয়ে ফার্মাসি সিল প্রশাসনের, বাজেয়াপ্ত রৌশন আলির প্রেসক্রিপশন

সিল করার আগে ওষুধের দোকান থেকে আবিষ্কার হয় এক ভুয়ো ডাক্তারের প্রেসক্রিপশন ও মেডিসিনের সেল রেজিস্টার। দোকানটির মালিক সোনাই শহরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা রৌশন আলি। বাজেয়াপ্ত প্রেকসিপশনগুলো তাঁরই। কিন্তু প্রেসক্রিপশন হিসেবে কোনও রেজিস্ট্রেশন দেখাতে ব্যর্থ হন তিনি। দোকান কর্তার কাছ থেকে ফার্মেসির কোনও অনুমতি পাওয়া যায়নি বলে জানান সার্কল অফিসার দীপঙ্কর নাথ। এও জানান, এই দোকানের ভবন নির্মাণে পুরসভার কাছ থেকেও নেওয়া হয়নি কোনও এনওসি। এর আগে পুরসভার তরফে শোকজ নোটিশ পাঠানো হলেও কোনও গুরুত্ব দেননি দোকান কর্তা বলে জানান সার্কল অফিসার।  
 

সোনাইয়ে ফার্মাসি সিল প্রশাসনের, বাজেয়াপ্ত রৌশন আলির প্রেসক্রিপশন

এদিন দোকান সিলের সময় উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, চেয়ারপার্সনের প্রতিনিধি সুবিনয় দাস, দুই ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর ও বিভাশিস রায়, সোনাই থানার ওসি মহাত্মামানস সন্দিকৈ প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *