সোনাইয়ে চারটি কাজের শিলান্যাস, নরসিংহপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস বিধায়কের

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : সোনাইয়ে চারটি কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। শনিবার প্রথমে সৈদপুর জিপির অন্তর্গত বারিকনগরের দারুল উলুম মাদ্রাসায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)। এলাকা উন্নয়ন তহবিল থেকে তিন লক্ষ টাকা বরাদ্দে এই কাজের সূচনা করেন সোনাইর বিধায়ক। এ উপলক্ষে মাদ্রাসা প্রেক্ষাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাইর বিধায়ক মাদ্রাসা গুলোতে গুণগত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এতে উপস্থিত ছিলেন সোনাই ইউডিএফের সভাপতি খালিদ হাসান লস্কর, প্রাক্তন জিপি সভাপতি মিন্নাত আলী বড়ভূইয়া, আক্তার হোসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা মকদ্দস আলী বড়ভুইয়া প্রমুখ।
  

সোনাইয়ে চারটি কাজের শিলান্যাস, নরসিংহপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস বিধায়কের

এদিকে, এদিন বিকেলে নগদিরগ্রাম জিপিতে প্রায়  ৯ লক্ষ টাকা ব্যয়ে তিনটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া। ফলক উন্মোচনের মাধ্যমে পঞ্চদশ অর্থ কমিশন থেকে জিপির সালেপুর গলিপথ নির্মাণ, নরসিংহপুর স্বাস্থ্য কেন্দ্রে শৌচাগার নির্মাণ ও আকলু মিয়া সরনী রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জিপি সভাপতি, এপি সদস্য সহ অন্যরা। রোগীদের সুবিধার্থে বিধায়ক সাজু নরসিংহপুর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স প্রদানেরও আশ্বাস দেন।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *