সেনাবাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ শ্রীলঙ্কায়

১১ মে : শ্রীলঙ্কার অবস্থা ভয়াবহ রূপ নিচ্ছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে। এতে যদি কেউ সরকারি সম্পত্তি লুটপাট বা ব্যক্তিগত ক্ষতি করে তাহলে সামরিক বাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার  শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। বর্তমানে দেশটিতে কার্ফু চলছে।

বুধবার পর্যন্ত কার্ফু বলবৎ থাকবে। সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকদের হামলা, পাল্টা হামলায় এ পর্যন্ত একজন এমপিসহ দেশটিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপিদের বাড়িতে দেয়া হয়েছে আগুন। এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হওয়ায় কার্ফু জারি করা হয়েছে দেশটিতে। এর আগে, শ্রীলঙ্কার পুলিশ এবং সেনাবাহিনীকে জরুরি ক্ষমতা দেয়া হয়। এই ক্ষমতাবলে পুলিশ ও সেনাবাহিনী যেকোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এই ক্ষমতা প্রদান করেন। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *