সূর্যদাস গ্রামে ত্রাণ বিতরণে অনিয়ম, সরব আমসু

বরাক তরঙ্গ, ২৮ জুন : বাগবাড়ি জিপির সূর্যদাস গ্রামে সরকারি ত্রাণ বণ্টনে ব‍্যাপক অনিয়মের প্রতিবাদে সরব হল ঘোড়ামারা আঞ্চলিক আমসু। জিপির ৯ নং গ্রুপ পুরোপুরি জলের তলায় রয়েছে। অনেকে দুঃখ দুর্দশার মধ‍্যে দিয়ে জীবন যাপন করছেন। এমতাবস্থায় গত শনিবার করিমগঞ্জ সার্কল অফিস থেকে বাগবাড়ি জিপির ওই গ্রুপে ৪ কুইন্টাল চাল সহ ৭৫ কিলো ডাল বরাদ্দ হলেও তাদের ভাগ‍্যে জুটল ১ কুইন্টাল চাল সহ ১২ কিলো ডাল। আমসুর অভিযোগ, গ্রুপ সদস‍্যার প্রতিনিধি সরকারি ত্রাণ নিয়ে করছেন নোংরা রাজনীতি। এতে ত্রাণ পাওয়া থেকে বানভাসি বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে সারা আসাম সংখ‍্যালঘু ছাত্র সংস্থার ঘোড়ামারা আঞ্চলিক কমিটির কর্মকর্তারা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এবং বরাদ্দ হওয়া ত্রাণগুলো শীঘ্রই বিতরণ করার ব্যবস্থা করতে দাবি জানান সংস্থার পক্ষে সভাপতি আফজল হোসেন, সম্পাদক লুকমান হোসেন, প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন রাজ প্রমুখ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *