সুইডেনে ২৬ বছর বয়সেই মন্ত্রী ইরানি বংশোদ্ভূত তরুণী

২০ অক্টোবর : মাত্র ২৬ বছর বয়সেই সুইডেনের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইরানি বংশোদ্ভূত তরুণী রোমিনা পৌরমোখতারি। সম্প্রতি সুইডেনের জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে দেশটির জোট সরকার তাকে নিয়োগ দিয়েছে।

এই তরুণী সুইডেনের লিবারেল পিপলস পার্টির যুব শাখার প্রধান ছিলেন। পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের দেশে তিনিই সবচেয়ে কম বয়সী মন্ত্রী। দেশটির জলবায়ু মন্ত্রণালয়ে আগে ২৭ বছর বয়সী একজনের মন্ত্রী হওয়ার রেকর্ড ছিল। সর্বকনিষ্ঠ সুইডিশ মন্ত্রীর জন্ম সুইডেনের রাজধানী স্টকহোমে। এর আগে, তিনি সুইডিশ লিবারেল পিপলস পার্টির যুবশাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময়ে ইরানে মাশা আমিনির মৃত্যু ও চাপিয়ে দেওয়া হিজাব বিধির জন্য ইরান সরকারের সমালোচনায় সরব ছিলেন তিনি। তবে পরিবেশ-জলবায়ু বিষয়ে রাজনীতিতে তার কোনো ভূমিকা ছিল কি না তা জানা যায়নি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *