সীমান্তে বিএসএফের গুলিতে হত বাংলাদেশি চোরাচালানকারী

২২ ডিসেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে  বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর। ঘটনটি ঘটেছে মালদার নওদা সীমান্তে। বিএসএফ এর তরফে জানানো হয়েছে, ভারতীয় ভূখণ্ডের প্রায় ২০০ মিটার ভিতরে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাত ১টা ৪০ নাগাদ নওদা এলাকায় কয়েকজন চোরাচালানকারী কিছু জিনিস পাচার করছিল। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নজরে তারা পড়ে যায়।
বিএসএফ জওয়ানরা চোরাচালানে বাধা দেওয়ায় দুষ্কৃতীরা তাঁদের উপরে হামলা চালায়। এলোপাথাড়ি ঢিল, ইট ছুড়তে থাকে তারা। পরিস্থিতি হাতের বাইরে যেতেই বিএসএফ জওয়ানরা স্টান গ্রেনেড নিক্ষেপ করেন। তাতে পিছু না হটে দুষ্কৃতীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আত্মরক্ষার্থে এক বিএসএফ জওয়ান ২ রাউন্ড গুলি করেন। তাতে এক দুষ্কৃতী জখম হয়। তাকে চিকিত্‍সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *