সিকিউরিটি ও অ্যারিয়ার টাকা ফিরিয়ে না দিলে আইনের পথে হাঁটবেন এসপিপিএস এজেন্টরা

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : মধ্য অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির সোনাই সাব ডিভিশনের অন্তর্গত ধলাই ও সোনাই এলাকার প্রাক্তন এসপিপিএস এজেন্টদের সিকিউরিটি ও অ্যারিয়ার টাকা ফিরিয়ে পাচ্ছেন না। তাদের লক্ষাধিক টাকা গত ছয় বছর ধরে  এপিডিসিএলের কাছে পড়ে রয়েছে। এ নিয়ে বার বার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ছুটে গেলেও তাদের বকেয়া টাকা মিলছে না। এবার আইনের দারস্থ হবেন বলে হুশিয়ারি দেন তারা। সোমবার বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশনের কাবুগঞ্জ কার্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে ধলাই ও সোনাই এলাকার প্রাক্তন এসপিপিএস এজেন্ট রবিজুল হক বড়ভূইয়া, আজির উদ্দিন লস্কর, আইন উদ্দিন লস্কর, সত্যেন্দ্র দাস, আলি বক্ত মজুমদার, রাজীব হোসেন লস্কর, আইনুল হক মজুমদার, সাহানুর আলম লস্কররা বলেন, ২০০৯ সালে রাজীব গান্ধী বিদ্যুতিকরণ যোজনার অধীনে  এপিসিডিএলের সোনাই সাব ডিভিশন এলাকায় এসপিপিএস এজেন্ট হিসেবে তাদের চুক্তির ভিত্তিতে নিযুক্তি দেওয়া হয়। আর তখন তারা এক একজন দুটি তিনটি করে বিদ্যুৎ ট্রান্সফর্মার সিকিউরিটি মানি জমা দিয়ে বিদ্যুৎ বিল কালেকশন সহ মেনটেনেন্সের দায়িত্ব নেন ও কাজ করেন। কিন্তু ২০১৬  সালের ১০ অক্টোবর এপিসিডিএল একতরফা ভাবে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দেয়। কিন্তু বিদ্যুৎ ট্রান্সফর্মার বাবদ দেওয়া সিকিউরিটির টাকা ও এরিয়ার টাকা তাদের ফেরত দেওয়া হয়নি।

এ অবস্থায় গত ছয় বছর ধরে বিদ্যুৎ ট্রান্সফর্মার বাবদ দেওয়া তাদের সিকিউরিটির টাকা ও এরিয়ার টাকা মিলে বেশ কয়েক লক্ষ টাকা  বিদ্যুৎ বিভাগের কাছে পড়ে রয়েছে। এদিকে  বারবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে গিয়ে তারা বকেয়া টাকা দেওয়ার দাবি জানালে রহস্যজনক ভাবে তাদের পাওনা টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *