সার সিন্ডিকেট : প্রাক্তন বিধায়কের ভাগিনা সহ দুই জন গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : এবার সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাছাড় পুলিশ গ্রেফতার করল সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের ভাগিনা আমজাদ হোসেনকে। পুলিশ আমজদ সহ শিপার আহমেদ এবং মিসবাউল ইসলাম নামের আরও দু’জনকে গ্রেফতার করে। জানা গেছে, গত দু’দিন আগে দিগরখাল থেকে কাছাড় পুলিশ বাজেয়াপ্ত করে তিনটি সারভর্তি লরি। সার বোঝাই লরিগুলো বাজেয়াপ্ত করার পর তদন্তে নেমে কাছাড় পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। তার মধ্যে আমজাদ হোসেন হলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের ভাগিনা। আমজাদের ঘর বেরেঙ্গায়। শিপার আহমেদের বাড়ি ভাগায় এবং মিসবাউল ইসলাম রাজখাঁ উত্তরকৃষ্ণপুরের বাসিন্দা।

দীর্ঘদিন থেকে ধৃত এই তিন জন কাছাড়ের সার সিন্ডিকেট চালিয়ে এসেছিলেন বলে অভিযোগ। এই চক্রের সঙ্গে আরও লোক জড়িত রয়েছেন। শীঘ্রেই এদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *