সাগর পার্কে রবীন্দ্র পাদদেশে সাফাই অভিযান

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : করিমগঞ্জ সাগর পার্কে রবীন্দ্র পাদদেশে অস্থায়ী ভাবে বাঁশ দিয়ে স্ট্রাকচার করে ধরনা ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল স্থানীয় একটি সংগঠন। কিন্তু পরবর্তীতে এই জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিবাদ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেক নিন্দা ও ধিক্কার জানানো হয়।অবশেষে সামাজিক মাধ্যমে দৃষ্টি গোচর হওয়ার পর করিমগঞ্জ পুরসভার এই এলাকার  পুরকমিশনার ডাঃ দেবতোষ পাল রবীন্দ্র পাদদেশে ছুটে আসেন। তিনি আশপাশ এলাকার বিশিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং তৎক্ষণিক সাফাই অভিযান সূচনা করেন। সেই সঙ্গে অস্থায়ী বাঁশের স্ট্রাকচার ভেঙে দেন।

সাগর পার্কে রবীন্দ্র পাদদেশে সাফাই অভিযান

পুরকমিশনার দেবতোষ পাল বলেন, বাংলা নববর্ষ উদযাপন করার আগে এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হবে। একই সঙ্গে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে এলাকায় সুন্দরতা বর্ধিত করতে প্রকল্প হাতে নেবেন বলে ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি আরো জানান আগামীতে রবীন্দ্র পাদদেশে যদি কোন অনুষ্ঠান করতে হয় তাহলে পুরসভার আগাম অনুমতি নিতে হবে। তিনি এলাকার সচেতন মহলকে বিশেষ নজর দেওয়ার আহবান জানান। এদিন পুর কমিশনার জাতীয় সড়কের পাশে একটি বৃক্ষ রোপন করেন। উপস্থিত ছিলেন ডাঃ পৌলম চন্দ, রোটারি ক্লাবের সভাপতি সৌমব্রত দত্ত,প্রেস ক্লাবের সম্পাদক অরুপ রায় প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *