শুরু হল মরুদেশে ফুটবল লড়াই, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

২০ নভেম্বর : মরুদেশে প্রথম বারের মতো শুরু হল ফুটবল বিশ্বকাপ।  আল বাইত স্টেডিয়ামে রবিবার হলো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। নাচ, গানের পাশাপাশি ফুটে উঠল কাতারের সংস্কৃতি ও ঐতিহ্য। বিশ্বকাপের পথ পরিক্রমা সম্পর্কে বললেন প্রবীণ মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান।

শুরু হল মরুদেশে ফুটবল লড়াই, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

এ বারের বিশ্বকাপে অনেক কিছু নতুন রয়েছে। উন্মাদনার কোনও খামতি নেই। মরুদেশে এই প্রথম বার বিশ্বকাপ হচ্ছে বলে, কাতারের যে নিজস্ব সংস্কৃতি তা দেখার জন্য দর্শকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। যে দেশে বিশ্বকাপ হয় সেই দেশের সংস্কৃতির সঙ্গে বহির্বিশ্বের মানুষরাও মিলে যায়। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব।

শুরু হল মরুদেশে ফুটবল লড়াই, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি ও গান গাইলেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর গায়ক জং কুক।

শুরু হল মরুদেশে ফুটবল লড়াই, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য, স্টেডিয়ামের কানায় কানায় উপচে পড়েছিল ভিড়। ছবি সংগৃহিত।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *