শুভেচ্ছা বার্তায় অসমিয়া, ক্ষোভ ভাষা আইন সুরক্ষা সমিতির

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : আসাম ‘হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল’ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে শিলচরে পাঠানো শুভেচ্ছা বার্তা অসমিয়া ও ইংরেজি ভাষায় থাকায় ভাষা আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভাষা আইন সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটি। কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয় বরাক উপত্যকায় ১৯৬১ সালে সংঘটিত ঐতিহাসিক ভাষা আন্দোলনে আত্মবলিদানের পর ভাষা আইনে সংশোধনী এনে অবিভক্ত কাছাড় জেলা অর্থাৎ বর্তমান বরাক উপত্যকার তিন জেলায় সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি প্রদান করে। এই আইন থাকা সত্ত্বেও বারবার কেন ভাষা আইন লঙ্ঘনের ঘটনা বরাক উপত্যকায় ঘটছে? রাজ্যের উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির মদতে পরিচালিত আসাম সরকার বরাক উপত্যকার মাতৃভাষা প্রেমী জনগণের আবেগ অনুভূতিকে গুরুত্ব না দিয়ে বারবার আঘাত দিয়ে চলেছে। ১৯৭২, ১৯৮৬ সালেও জোর করে অসমিয়া ভাষাকে চাপিয়ে দিতে চাইলে বরাক উপত্যকায় তীব্র আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তীতে সরকার বাধ্য হয়ে পিছু হইলেও বর্তমানে পুনরায় চক্রান্ত করে অসমিয়া ভাষা চাপিয়ে দিতে চাইছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয় এই ধরনের ঘটনার প্রতিক্রিয়ায় কোনো ঘটনা সংঘটিত হলে এর দায়িত্ব সরকারকে নিতে হবে। তাই সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ভাষা আইন লঙ্ঘন করে যে সব শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে তা সরিয়ে নিতে জোরালো দাবি জানানো হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *