শিশুর প্রাণ বাঁচিয়ে ভাইরাল ১০৮ এর ইএমটি

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : শিশুর প্রাণ বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১০৮ এর ইএমটি। একটি মৃত শিশুর তাজা বাতাসে শ্বাস দেওয়ার একটি জীবন রক্ষাকারী ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, শুক্রবার মারিগাঁও জেলার মাইরাবাড়ি দোরাবান্ধার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক বছরের শিশুটি। শিশুটির শ্বাস বন্ধ হলেই অভিভাবকরা শিশুটিকে ময়রাবাড়ি পল্লী হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে শিশুটিকে অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সেবা প্রদানের পর শিশুটি সুস্থ না হওয়ায় তাকে ১০৮ দিয়ে মরিগাঁও সিভিল হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির মৃত্যু হয়েছে বলে মা-বাবা কান্নাকাটি শুরু করেন। সেই সময় কর্তব্যরত ১০৮ এর ইএমটি রইস উদ্দিন আহমেদ ছিলেন দেবতার মতো। রইস উদ্দিন আহমেদ শিশুটির মুখে নিজের মুখ দিয়ে শিশুটির মুখে শ্বাস দেন। কিছুক্ষণ পর শিশুর শ্বাস-প্রশ্বাস ফিরে আসে।
বর্তমান শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে বলে জানা গেছে।

এভাবে শিশুটির জীবন বাঁচানো রইস উদ্দিন আহমেদ এখন সবার কাছে পরিচিত। ১০৮ ইএমটি রইস উদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিশুটির বাবা-মাসহ অনেকেই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *