বন্যার সময় ভুয়া আইডি বানিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে বললেন দীপায়ন

শিলচর রাধারমণ পল্লীর সড়ক উদ্বোধন করলেন বিধায়ক

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শহরজুড়ে বন্যার ভয়াবহতা চলাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ভুয়া আইডি বানিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা হয়েছে এমনটাই বলে ক্ষোভ ব্যক্ত করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার শিলচর শহরের ১ নং ওয়ার্ডের রাধারমণ পল্লীর সড়ক উদ্বোধন অনুষ্ঠানে ক্ষোভ ব্যক্ত করে বলেন বিগত বন্যায় শহরের কি কাজ হয়েছে তা সবাই জানেন। আগামীতে শহরের বুদ্ধিজীবী মহল এর সঠিক উত্তর দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

বন্যার সময় ভুয়া আইডি বানিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে বললেন দীপায়ন

এ দিন ফোর্টিন ফাইনান্সের অধীনে বরাদ্দকৃত ১৬ লক্ষ ৯১ হাজার ২০০ টাকা ব্যয়ে শিলচর শহরের ১ নং ওয়ার্ডের রাধারমণ পল্লীর নির্মিত সড়কটি উদ্ঘাটন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে বলেন, নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার পাশাপাশি সড়ক উদ্বোধনের মাধ্যমে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলেন। তিনি বলেন, বিগত ২৫ বছর ধরে শহরতলীর ১ নং ওয়ার্ডে স্থিত রাধারমণ পল্লীতে উন্নয়ন মূলক কোন কাজ হয়নি। এবং কোন রাজনৈতিক দল বিশেষ গুরুত্বও দেয়নি। বিধায়ক হওয়ার একবছর পূর্তি হওয়ার আগে প্রথমবারের মতো এই প্রথম কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বলেও এদিন জানান তিনি। এছাড়াও শহরজুড়ে বন্যার ভয়াবহতা চলাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ভুয়া আইডি বানিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। এদিন শহরের পল্লীশ্রী লেন, সারদা সরণী, প্রথম লিংক রোডের ৩ ও ৪ নং লেন, পূর্ণশ্রী লেন, ন্যাশনেল হাইওয়ের হলি এভিনিউ রোড ও দেবী প্রসাদ নিম্ন বুনিয়াদী সরকারি বিদ্যালয়ের উদ্বোধন সহ ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এদিন অংশ গ্রহণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে বাসুদেব শর্মা, শশাঙ্ক শেখর ধর, দেবাশিস সোম, সঞ্জয় রায়, বুথ সভাপতি দেবাশিস দাস ও শিলচর পিরসভার অভিযন্তা ওমকার দত্ত সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *