শিলচর ক্যাপিটেল পয়েন্টের সামনে শিক্ষক পরিবারে হামলা, আহত একাধিক

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : দুষ্কৃতীর হাতে হামলার শিকার হলেন সপরিবারে এক প্রাক্তন শিক্ষক। প্রকাশ‍্য শহরে কতিপয় দলবদ্ধ দুষ্কৃতীর আক্রমনের শিকার হলেন প্রাক্তন শিক্ষক সহ তার পরিবারের মহিলা ও শিশুরা। রামনগর থেকে বাড়ির ফেরার পথে শিলচর ক্যাপিটাল পয়েন্টের সামনে কিছু দুষ্কৃতী একটি গাড়িতে হামলা চালায়। গাড়িতে থাকা শিক্ষকের পুরো পরিবারের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এমনকি শিক্ষকের দাঁড়ি টেনে ছিঁড়া ও মারধরের মত জঘন্য ঘটনা ঘটে বুধবার সন্ধ্যারাতে। ভাংচুর করা হয় গাড়িও। গাড়িতে দু’টি শিশু কন্যা ও মহিলা ছিলেন।

শিলচর ক্যাপিটেল পয়েন্টের সামনে শিক্ষক পরিবারে হামলা, আহত একাধিক

এতে গুরুতরভাবে আহত হন রবিজুল আলি বড়ভূইয়া তার স্ত্রী আনোয়ার বেগম ও পুত্রবধূ দিলারা বেগম। তাদের দাবি ওরা বজরং দল বলে তাদের গাড়িতে আক্রমণ চালায়।

শিলচর ক্যাপিটেল পয়েন্টের সামনে শিক্ষক পরিবারে হামলা, আহত একাধিক

এনিয়ে সদর থানায় একটি  এজাহার দায়ের করা হয়। তবে বজরং দলের কোন কর্তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা যায়নি। এ দিন কর্নাটকে বজরং কর্মী হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ প্রদর্শন করেন বজরং ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *